বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কুড়িগ্রামে শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ণ

 

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে বাস ও অন্যান্য পরিবহন। সূর্যের দেখা মিললেও কোনও উত্তাপ নেই, আর কনকনে ঠান্ডায় কাজে বের হওয়া মানুষরা পড়েছেন চরম বিপাকে।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘোড়ার গাড়িচালক মো. শহিদ মিয়া (৪৬) বলেন, “মাঘ মাস পড়েছে, প্রচুর ঠান্ডা। গাড়ি নিয়ে বের হওয়া যায় না, তবুও বের হলাম, ভাড়া না হলে বউ-ছাওয়াল না খায়া থাকবে। ঠান্ডা শুরু হইছে, থাকি ভাড়া অনেক কম হচ্ছে।”

কুড়িগ্রাম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, জেলার ৯টি উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিতরণ শেষের পথে। তবে শীতার্ত মানুষের মতে, এই বরাদ্দ প্রয়োজনের তুলনায় একদম কম।

রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র জানান, বুধবার জেলায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং আগামী ২৩-২৪ তারিখে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।