ইউর্গেন ক্লপের শূন্যতা পূরণ করতে বড় দায়িত্ব নিয়ে লিভারপুলে যোগ দেন আর্নে স্লট। নতুন মৌসুমে ক্লাবটি নতুন কোচের অধীনে ধীরগতির ফ্লুইড ফুটবল খেলতে শুরু করে এবং তা অবিলম্বে ফলও দিতে শুরু করেছে। চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে নকআউট নিশ্চিত করেছে লিভারপুল।
গত রাতে তাদের মাঠ অ্যানফিল্ডে ফরাসি ক্লাব লিলকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয় লিভারপুল। এই জয় দিয়ে আর্নে স্লট ইতিহাস গড়েন, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম সাত ম্যাচে জয় পাওয়া দ্বিতীয় কোচ হিসেবে নাম লেখান তিনি।
লিভারপুল গোল পেতে সময় নিয়েছিল ৩৪ মিনিট পর্যন্ত। মোহাম্মদ সালাহর গোলে তারা এগিয়ে যায়, কিন্তু ৫৯ মিনিটে লিলের খেলোয়াড় আইসা মান্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরই জোনাথন ডেভিডের গোলে সমতায় ফিরে আসে লিল। তবে ৬৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা হার্ভি এলিয়টের গোলে লিভারপুল প্রত্যাশিত জয় নিশ্চিত করে।
এমনভাবে ৭ ম্যাচে জয় নিয়ে আর্নে স্লটের দল চ্যাম্পিয়ন্স লিগে সবার ওপর অবস্থান করছে এবং ইংলিশ ফুটবলের ইতিহাসে মাত্র তৃতীয় ক্লাব হিসেবে নিজেদের প্রথম সাত ম্যাচে জয়ী হয়েছে লিভারপুল।