বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫
১১:১৫ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি গাছ থেকে নামান। এর আগে ৯টার দিকে পথচারীরা গাছের ডালে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানায়, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ঢাবি শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক জানান, কিছু সময় আগে লাশটি নামানো হয়েছে এবং তাকে ফুটপাতে ঘুমানোর অবস্থায় পাওয়া যেতে পারে। ফায়ার সার্ভিসের কর্মী বলেন, নিহত ব্যক্তি হয়ত ফুটপাতে ঘুমাতেন, তার বয়স ৫০ এর কাছাকাছি। নিহতের পরিচয় এখনো জানা যায়নি, এবং লাশটি মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যাতে মৃত্যুর কারণ জানা যেতে পারে। শাহবাগ থানার ওসি মনসুর খালিদ জানিয়েছেন, লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।