বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আতিকুল ইসলামের তিন দিনের রিমান্ড

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫
১১:১৭ পূর্বাহ্ণ

 

রাজধানীর উত্তরা পূর্ব থানার বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আতিকুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিম ডিবির পরিদর্শক ১০ দিনের রিমান্ড আবেদন করলে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মো. ফজলুল করিম ছাত্র জনতার সঙ্গে অংশ নেন এবং বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আইসিইউতে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।