সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাফুফের স্ট্যান্ডিং কমিটি নিয়ে নতুন বিতর্ক: ফুটবলারদের কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৩, ২০২৫
২:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্ট্যান্ডিং কমিটি গঠন নিয়ে বিতর্কের মুখে পড়েছে। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই ফাঁস হয়ে গেছে পেশাদার লিগ ও টেকনিক্যাল কমিটি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দল কমিটি এখনও সামনে আসেনি।

এদিকে, গত কয়েক দিনে বেশ কয়েকটি স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি প্রকাশিত হয়েছে, কিন্তু এসব কমিটির মান ও গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাফুফের বিভিন্ন কমিটিতে সাধারণত সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক এবং ফুটবল বা ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিত্বরা সদস্য হিসেবে থাকেন। তবে বর্তমানে কিছু কমিটিতে বর্তমান খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

বিশেষ করে, বিচ ফুটবল কমিটির সদস্য হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি ফর্টিজ এফসির রেজিস্টার্ড খেলোয়াড়, যা আগে কখনও দেখা যায়নি যে, প্রিমিয়ার লিগের নিবন্ধিত ফুটবলার বাফুফের কোনো কমিটিতে থাকবে। বাফুফের গঠনতন্ত্রে স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটিতে বর্তমান খেলোয়াড়ের অন্তর্ভুক্তির বিষয়ে স্পষ্ট কোনো নিয়ম না থাকলেও, একই সময়ে খেলোয়াড় এবং কমিটির সদস্য হওয়া একটি বৈসাদৃশ্য হিসেবে দেখা হচ্ছে।

মামুনুল ইসলাম, যিনি বর্তমানে ফর্টিজ এফসির স্কোয়াডে আছেন, মাঠে অনিয়মিত হলেও তার ক্রীড়া সংগঠক হিসেবে কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষত, চট্টগ্রাম আবাহনীকে লিগে খেলানোর পেছনে তার এবং তার বন্ধু জাহিদ হাসান এমিলির ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। যদিও মামুনুল বাংলাদেশের ফুটবলে সেরা খেলোয়াড়দের একজন, তথাপি তার বাফুফের কমিটিতে অবস্থানকে আইনের লঙ্ঘন না হলেও অসামঞ্জস্য বলে মনে করছেন অনেক ফুটবলার ও সংশ্লিষ্টরা।