শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আইসিসি বর্ষসেরা একাদশে দাপট দেখাল শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তান

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৪, ২০২৫
৭:১৬ অপরাহ্ণ

২০২৪ সাল বিশ্ব ক্রিকেটের জন্য ছিল অত্যন্ত ব্যস্ত। এ বছর ছেলে-মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপের মতো বড় বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আইসিসি বর্ষসেরা পারফরমারদের নিয়ে প্রকাশ করেছে তিনটি একাদশ—ছেলেদের ওয়ানডে, টেস্ট এবং মেয়েদের ওয়ানডে। তবে কোনো একাদশেই স্থান পাননি বাংলাদেশের ক্রিকেটাররা।

ছেলেদের বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার রয়েছে শ্রীলঙ্কার। পাকিস্তান ও আফগানিস্তানের ৩ জন করে এবং ওয়েস্ট ইন্ডিজের একজন জায়গা পেয়েছেন। একাদশে শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসের নেতৃত্বে ব্যাটিংয়ে আধিপত্য ছিল। ওয়ানডেতে শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে প্রথম তিনজনই ছিলেন শ্রীলঙ্কান। বোলিংয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং কানাডার ডিলন হেইলিগার সর্বোচ্চ উইকেট শিকারী।

ছেলেদের বর্ষসেরা ওয়ানডে একাদশ
সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং আল্লাহ মোহাম্মদ গাজানফার।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের জো রুট ছিলেন সেরা ব্যাটসম্যান। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গেও তার দারুণ প্রতিযোগিতা ছিল। বল হাতে ভারতের জাসপ্রিত বুমরাহ ছিলেন অনন্য। ছেলেদের বর্ষসেরা টেস্ট একাদশে ইংল্যান্ডের ৪, ভারতের ৩ এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ১ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।

ছেলেদের বর্ষসেরা টেস্ট একাদশ
যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি এবং জাসপ্রিত বুমরাহ।

নারী ক্রিকেটেও দাপট দেখিয়েছে ইংল্যান্ড। বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে তাদের ৩ জন ক্রিকেটার রয়েছেন। ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ২ জন করে এবং শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের একজন জায়গা পেয়েছেন।

বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ
স্মৃতি মান্দানা, লরা উলভার্ট (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, মারিজেন ক্যাপ, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দিপ্তী শর্মা, সোফি এক্লেস্টন এবং ক্যাট ক্রস।