বুধবার
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫
১৩ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১, ২০২৫
৮:০৭ পূর্বাহ্ণ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে, যার ফলে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চরম দুর্ভোগে পড়ে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত ১০টার পর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে, নদীর চ্যানেলে থাকা বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার ঝুঁকি থাকায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চালু করা হবে।