বুধবার
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫
১৩ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় কবিতা উৎসব শুরু, চলবে দুই দিন

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১, ২০২৫
১০:১৪ পূর্বাহ্ণ

 

‘স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত এই উৎসব চলবে আগামীকাল পর্যন্ত।

উৎসবের উদ্বোধন করবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মা, মনোয়ারা বেগম। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে নিবন্ধিত ও আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, নৃত্য ও সেমিনার। দেশের খ্যাতিমান আবৃত্তিকাররাও অংশ নেবেন এ আয়োজনে।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা যেমন একাত্তরে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, তেমনি একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের নতুন প্রজন্ম দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। এখন আমাদের ঐক্যবদ্ধ থেকে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”