বুধবার
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫
১৩ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ড. ইউনুসের পদত্যাগ দাবিতে আ.লীগের লিফলেট বিতরণ কর্মসূচি শুরু

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১, ২০২৫
১২:৪৫ অপরাহ্ণ

ড. ইউনুসের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি শুরু

অন্তবর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ড. মুহম্মদ ইউনুসের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পথচারী, যাত্রী এবং রিকশা ও বাসের ভেতরে লিফলেট বিতরণ করেন। প্রায় ২০ মিনিট ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে তারা অপশাসন, নিপীড়ন, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার কেলেঙ্কারি ও আর্থিক খাতের দুরবস্থা তুলে ধরেন।

লিফলেটে ড. ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি, কর ফাঁকি, বেআইনি আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা, সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুর প্রতিবাদ জানানো হয়। এছাড়া গণমামলা, নির্বিচারে গ্রেপ্তার ও রাজবন্দীদের মুক্তির দাবি তুলে ধরা হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কর্মসূচির মাধ্যমে ড. মুহম্মদ ইউনুসকে “অবৈধ ও অসাংবিধানিক দখলদার” আখ্যা দিয়ে দ্রুত তার পদত্যাগ দাবি করেন। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলটির নেতারা।