সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সারা দেশে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজায় ভক্তরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে বিশেষ আয়োজন করেছেন। সকাল থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, যা দিনভর চলবে।
প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভক্তরা পুষ্পার্ঘ্য অর্পণ ও দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিমা স্থাপন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল চত্বরে বিশেষ আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। চারুকলার শিক্ষার্থীরা নান্দনিক প্রতিমা নির্মাণ করেছেন, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে। একইভাবে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, বনানী, রমনা কালী মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে আরতি ও অন্যান্য অনুষ্ঠান হবে, যেখানে ভক্তদের ভিড় থাকবে বলে আশা করা হচ্ছে।
সরস্বতী পূজাকে কেন্দ্র করে পুরান ঢাকার শাঁখারী বাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিমা বিক্রির ব্যস্ততা দেখা গেছে। দোকানিরা নানা আকৃতির প্রতিমা বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন, যা ক্রেতাদের আকর্ষণ করছে। ঘরোয়া পূজার জন্য ছোট আকৃতির প্রতিমার চাহিদা বেশি থাকলেও বড় প্রতিমার প্রতি আগ্রহও রয়েছে। প্রতিমার পাশাপাশি পূজার অন্যান্য উপকরণ—ফুল, বেলপাতা, ফলসহ নানা সামগ্রী কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন পূজারিরা।
উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পূজামণ্ডপগুলোতে টহল দিচ্ছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।