প্রচণ্ড কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দেওয়ায় নদীপথে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি, যা যাত্রীদের জন্য স্বস্তির খবর।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে। এদিকে, ঘন কুয়াশার কারণে অন্যান্য নৌপথেও ফেরি চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বিআইডব্লিউটিসি।