ফ্রেশ নিউজ প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনার পর উভয় গ্রুপের বিএনপির দুই নেতার দলীয় সব পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম. এ মুহিত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার।
স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই দুই নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় গোলাম সারোয়ারকে বাধা দেওয়া হয়। ওই সময় ড. এম. এ মুহিতের সমর্থকদের মারধরে গোলাম সরোয়ারসহ অন্তত ১৫জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার তদন্তে গতকাল সোমবার দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি।