মঙ্গলবার
৬ই মে, ২০২৫
২৩শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ধাক্কাধাক্কিতে ১৮ জনের মৃত্যু

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
৯:২০ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় ও ধাক্কাধাক্কির ঘটনায় কমপক্ষে ১৮ জন মারা গেছেন, যাদের মধ্যে ১৫ জনই নারী ও শিশু

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ের কারণে নয়াদিল্লি রেলস্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নির্ধারিত দুটি ট্রেন দেরিতে আসার কারণে আকস্মিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এতে পদদলিত হয়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দিল্লির এলএনজেপি হাসপাতালের চিফ ক্যাজুয়ালটি মেডিকেল অফিসার এ প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের আড়াই লাখ রুপি এবং সামান্য আহতদের ১ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে ভারতীয় রেলওয়ে দাবি করেছে, এটি পদপিষ্টের ঘটনা নয়, বরং গুজব ছড়ানোর ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।