মঙ্গলবার
৬ই মে, ২০২৫
২৩শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো অব্যাহত

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
১২:৩৪ অপরাহ্ণ

তৃতীয় দফায় আরও ১১২ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মার্কিন সামরিক বিমান সি-১৭ গ্লোবমাস্টার তাদের নিয়ে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন এসব অভিবাসী। ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির ফলে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে দ্বিতীয় দফায় ১১৬ জন এবং প্রথম দফায় ১০৪ জনকে ফেরত পাঠানো হয়েছিল।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সর্বশেষ ফেরত আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি হরিয়ানার বাসিন্দা—সংখ্যা ৪৪। এছাড়া গুজরাটের ৩৩ জন, পাঞ্জাবের ৩১ জন, উত্তরপ্রদেশের দুইজন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের একজন রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানোদের মধ্যেও পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ ছিল।

এদিকে, কেন অবৈধ অভিবাসীদের নিয়ে আসা মার্কিন বিমানগুলো শুধু পাঞ্জাবেই অবতরণ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। তিনি অভিযোগ করেন, এটি একটি চক্রান্ত, যেখানে পাঞ্জাব ও পাঞ্জাবিদের অসম্মান করার চেষ্টা চলছে। তার প্রশ্ন, “কেন দিল্লির মতো কেন্দ্রীয় স্থানে নয়, বরং বারবার পাঞ্জাবেই অবতরণ করানো হচ্ছে?”

উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।