প্রায় আট বছর পর আবারও শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হলেও ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ে।
২০১৭ সালের পর দীর্ঘ বিরতির কারণ ছিল করোনা মহামারি, যার ফলে ২০২১ সালের আসর বাতিল করা হয়েছিল। এবার নবম আসর শুরু হচ্ছে আগামীকাল (বুধবার) পাকিস্তানে। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড।
গ্রুপ ও ফরম্যাট
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে আটটি দল, যারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেরা আটে ছিল। দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান
গ্রুপপর্ব শেষে সেরা চারটি দল যাবে সেমিফাইনালে, এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে ম্যাচটি হবে দুবাইয়ে।
আফগানিস্তানের অভিষেক
এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আফগানিস্তান। ২০২৩ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেই তারা এই জায়গা নিশ্চিত করেছে।
প্রাইজমানি
প্রতিযোগিতার মোট পুরস্কার তহবিল ৬.৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা)।
- চ্যাম্পিয়ন: ২২.৪ মিলিয়ন ডলার (প্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা)
- রানার্সআপ: ১১.২ মিলিয়ন ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা)
- সেমিফাইনালিস্ট (২ দল): ৫.৬ মিলিয়ন ডলার (প্রায় ৬.৭৭ কোটি টাকা)
- পঞ্চম-অষ্টম স্থান: নির্দিষ্ট অঙ্কের অর্থ পুরস্কার
- প্রতি ম্যাচ জয়ী দল: ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ টাকা)
খেলা দেখার উপায়
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে দেখা যাবে টফি অ্যাপে।
গুরুত্বপূর্ণ ম্যাচ
- ১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (উদ্বোধনী ম্যাচ)
- ২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত
- ২৩ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান (সবচেয়ে আলোচিত ম্যাচ)
- ২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ
- ৯ মার্চ: ফাইনাল
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিশেষ করে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তের পর। ক্রিকেট ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে রোমাঞ্চকর এক আসর।