এসি মিলান, যাদের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭ শিরোপা রয়েছে, সেই দলটি কি না বাদ পড়ল চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের শুরুর আগেই। গত সপ্তাহে কোচ ব্রায়ান প্রিস্কিকে বরখাস্ত করার পর, অবশেষে ফেইনুর্দ তাদেরকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে।
এসি মিলান ঘরের মাঠ সান সিরোতে শুরুতেই গোল করে ম্যাচে এগিয়ে যায়। সান্তিয়াগো হিমেনেজের হেড থেকে পাওয়া প্রথম গোলটি তাদের জন্য একটি ভালো সূচনা ছিল। তবে, দ্বিতীয়ার্ধে ফেইনুর্দের দুর্দান্ত প্রত্যাবর্তন এসেছিল থিও হার্নান্দেজের লাল কার্ডের পর। ৫১ মিনিটে হার্নান্দেজকে লাল কার্ড দেখানো হয়, এবং তার পরপরই ফেইনুর্দ আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭৩ মিনিটে জুলিয়ান কারানজা গোল করে ম্যাচ ১-১ সমতায় নিয়ে আসে।
ফেইনুর্দ এই ড্রয়ের মাধ্যমে ৩-২ অ্যাগ্রিগেটে পরবর্তী রাউন্ডে চলে যায়। এই ফলাফল তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার তারা রাউন্ড অব সিক্সটিনে খেলার সুযোগ পেতে যাচ্ছে। এর মাধ্যমে ১৯৯৫ সালের পর প্রথমবার নকআউটের ম্যাচে কোনো ডাচ ক্লাবের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় এসি মিলান।