জুলাই মাসে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যার ঘটনায় চারজনকে আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তদন্ত প্রতিবেদনও ৯ এপ্রিলের মধ্যে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার রোববার (২ মার্চ) এই আদেশ দেন। এছাড়া, পিএসসির ৭ সদস্যের শপথ গ্রহণ এবং অন্যান্য আইন সংক্রান্ত আপিলের শুনানিও চলমান রয়েছে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সাবেক এ এস আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে চিহ্নিত করেছে প্রসিকিউশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও কিছু ব্যক্তি এই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
প্রসিকিউশন আদালতে আবেদন জানায়, অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য।