রবিবার
২রা মার্চ, ২০২৫
১৭ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বেলকুচিতে জাতীয় ভোটার দিবস উদযাপন

Fresh News রিপোর্ট
মার্চ ২, ২০২৫
৪:০৩ অপরাহ্ণ

আজ রোববার, ২রা মার্চ জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এ প্রতিপাদ্যে দেশে ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হয়েছে।

এ উপলক্ষে সিরাজগঞ্জ বেলকুচিতে মাঠপর্যায়ে উপজেলা নির্বাচন অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুর ১২ টায় উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজে জাতীয় ভোটার দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসের সূত্র মতে, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৩ হাজার ২৩০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ১৬৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪১ হাজার ৬১ জন।

গত ২০ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাদের বয়স ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং ইতোপূর্বে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন নাই হালানাগাদ কার্যক্রম অনুযায়ী সম্ভাব্য ১৪ হাজার ৮৮৬ জনের তথ্য সংগ্রহকারী নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার রাহাত তানভীর চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক মন্ডল, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. প্রিন্স মাহমুদ, সাবেক যুগ্ম আহবায়ক পৌর বিএনপি আলহাজ্ব মোহাম্মদ আলী ভূইয়া, দৌলতপুর ডিগ্রী কলেজের সহকারী উপাধ্যক্ষ ছানোয়ার হোসেন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব কুমার সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।