নোয়াখালীর বেগমগঞ্জে অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মো. জাকির হোসেন ওরফে রাকিব (২৪), মো. জাহিদুল ইসলাম ফারহান (১৯), কামরুল হাসান ওরফে রাহাদ (২২), মো. রিপন (২২), শামীমুর রহমান ওরফে শামীম (২২) ও মো. ফয়সাল ওরফে বুলেট বাবু (২৩)।
পুলিশ জানায়, অভিযুক্তরা অনলাইনে কম দামে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিতেন। এক ফেসবুক পেজে ৭০ হাজার টাকায় একটি মোটরসাইকেল বিক্রির পোস্ট দেখে ফেনীর ফরহাদ নগরের শফিকুর রহমান যোগাযোগ করেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল দেখতে এলে প্রতারকচক্র তাকে ও তার সঙ্গী আজিজুর রহমান মিলনকে আটকে মারধর করে এবং সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আটককৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করে এবং তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, এই চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।