বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের দিল্লি। বায়ুমান সূচকে (একিউআই) শহরটির স্কোর ২২৪। তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার স্কোর ১৫৮। এটি ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলজিয়ার্স (স্কোর ২২০), তৃতীয় অবস্থানে কাঠমান্ডু (১৭৪), পঞ্চম স্থানে লাহোর (১৫৬) এবং ষষ্ঠ স্থানে দুবাই (১৫৪)। সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে উহান (১৫২), হ্যানয় (১৫১), সাংহাই (১৪৭) ও ব্যাংকক (১৪৩)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে বাতাস ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ ধরা হয়।