সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস: অগ্রিম টিকিট বিক্রি শুরু ২০ মার্চ

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
১০:১৮ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে বৃহস্পতিবার (২০ মার্চ)।

বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপম সাহা জানিয়েছেন, ঈদ যাত্রীদের সুবিধার্থে এবার ১,২৪৫টি বাস চালু করা হবে। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে ৭৭৫টি বাস এবং ঢাকার বাইরে চলবে ৪৭০টি বাস।

অপারেশন বিভাগ জানিয়েছে, ২০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিআরটিসির বিভিন্ন ডিপো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ ডিপো থেকে যাত্রীরা নির্দিষ্ট রুটের টিকিট কিনতে পারবেন।

বাস রিজার্ভ বা বিস্তারিত তথ্যের জন্য বিআরটিসি কন্ট্রোল রুম: ০২৪১০৫৩০৪২