বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ বিরোধে অবরুদ্ধ এনসিপি আহ্বায়ক

Fresh News রিপোর্ট
মার্চ ২১, ২০২৫
১১:২২ পূর্বাহ্ণ

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনের নেতাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলে সাধারণ কর্মীরা। এতে বিতর্ক শুরু হলে সভাটি তিনভাগে বিভক্ত হয়ে পড়ে এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাহিদ ইসলাম মিলনায়তনে অবরুদ্ধ হয়ে পড়েন।

ছাত্র নেতারা জানান, নাহিদ ইসলাম দোতলা থেকে নিচে নামার সময় কর্মীরা মূল ফটক আটকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা দাবি করেন, জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতারা সংগঠন পরিচালনায় স্বেচ্ছাচারী আচরণ করছেন এবং সাধারণ কর্মীদের বঞ্চিত করছেন।

সংগঠনের মহানগর কমিটির নেতা জোবায়ের কাইয়ূম বলেন, সংগঠনের শীর্ষ দুই নেতা নিজেদের মতো করে সবকিছু চালান এবং কমিটির অন্য সদস্যদের মূল্যায়ন করেন না। সাধারণ কর্মীরা বিষয়টি দলীয় প্রধানের কাছে তুলে ধরতে চাইলেও বাধার সম্মুখীন হন।

এদিকে, মহানগর কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ দাবি করেন, সভায় কিছু অনুপ্রবেশকারী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং পরিকল্পিতভাবে নাহিদ ইসলামকে অপমান করেছে। এর প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাহিদ ইসলামসহ তিনটি গাড়িকে নিরাপদে বের করে দেয়।