বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাবিতে মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

Fresh News রিপোর্ট
মার্চ ২১, ২০২৫
১১:২৫ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল সাধারণ শিক্ষার্থী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত পোনে ২টার দিকে এই মিছিল শুরু হয়।

বিক্ষোভটি ঢাবির হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে শুক্রবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে আরও বড় সমাবেশের ডাক দেওয়া হয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা’।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চালানো গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নেয়নি, যা তাদের কাছে লজ্জাজনক।

ঢাবি শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, “আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছে, হাজারো আহত এখনো হাসপাতালে কাতরাচ্ছে। শহীদের রক্তের সঙ্গে কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, “বাংলাদেশের জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এদেশে আওয়ামী লীগ থাকবে নাকি ছাত্রসমাজ থাকবে, সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে।