ঈদ উপলক্ষে ঢাকা-উত্তরবঙ্গসহ বিভিন্ন রুটের বাসভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে। নিয়মিত যাত্রীদের অভিযোগ, এসি বাসের ভাড়া গত মাসের তুলনায় ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বেড়েছে, পাশাপাশি কাউন্টারম্যানদের বকশিশ দাবির ঘটনাও ঘটছে।
যাত্রীরা বলছেন, প্রতি বছর ঈদের সময় এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষ করে উত্তরবঙ্গের রুটে বাসভাড়া বৃদ্ধির প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
এসি বাসের ভাড়া নির্ধারণ নিয়ে মালিকদের যুক্তি, সরকার নন-এসি বাসের ভাড়া ঠিক করলেও এসি বাসের ক্ষেত্রে তেমন কোনো নির্দেশনা নেই, ফলে মালিকরাই ভাড়া নির্ধারণ করেন। অন্যদিকে, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানিয়েছেন, যাত্রীদের নির্ধারিত ভাড়ার চার্ট দেখে টাকা পরিশোধ করার অনুরোধ করা হয়েছে।
বিআরটিএ’র চেয়ারম্যান মো. ইয়াসীন জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস্তবে এসব প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, তা নিয়ে যাত্রীদের মধ্যে সন্দেহ রয়ে গেছে।