বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় থেকে খালাস পাওয়ায় নোয়াখালীর হাতিয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিচারিক আদালত থেকে তার বিরুদ্ধে থাকা সকল মামলা থেকে খালাস পাওয়ার পর এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। তারেক রহমানসহ আটজনকে ‘হত্যা মামলায় দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেন’ অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফলে এখন তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।
নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির নেতা মো. ইব্রাহিম ঢাকা পোস্টকে জানান, তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করার পথে আর কোনো আইনি বাধা নেই। এজন্য তারা নিঝুমদ্বীপে আনন্দ মিছিল করেছেন। তিনি আরও জানান, তারা তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন, যাতে তিনি তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারেন।
এদিকে, বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানের দেশে ফেরার জন্য আইনি বাধা কাটানোর কথা জানালেও, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তার ফেরার বিষয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।