নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৬টায় উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন—সৌদি আরব প্রবাসী আমিন মিয়া (২৮) এবং বাশার মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবদুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এর জেরে সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সংঘর্ষ হয়।
গত ৫ মার্চ সংঘর্ষের পর সামসু মিয়ার অনুসারীরা এলাকায় প্রভাব বিস্তার করলে আবদুস সালামের অনুসারীরা গ্রাম ছেড়ে যান। শুক্রবার ভোরে তারা গ্রামে ফিরতে গেলে সামসু মিয়ার অনুসারীরা বাধা দেয়, যা পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হন।
এ ঘটনার পর মোহিনীপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।