বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সংস্কারের মূল লক্ষ্য জনগণের উন্নয়ন: মির্জা ফখরুল

Fresh News রিপোর্ট
মার্চ ২২, ২০২৫
৮:৩৪ অপরাহ্ণ

সংস্কারের মূল লক্ষ্য জনগণের জীবনমানের উন্নয়ন, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত করা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংস্কার আগে হবে নাকি নির্বাচন—এই বিতর্ক অর্থহীন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সমান্তরালে চলতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতে পারে, যা নির্বাচিত সরকার পরবর্তী সময়ে বাস্তবায়ন করবে।

বিএনপি মহাসচিবের মতে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। এরপর নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন করবে, কারণ জনগণের কাছে দায়বদ্ধ সরকারই কেবল ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে পারে।

এছাড়া, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রশাসনকে ব্যবহার করার নানা লক্ষণ প্রকাশ পাচ্ছে, যা গণতন্ত্রের জন্য মোটেও ইতিবাচক নয়।