বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

Fresh News রিপোর্ট
মার্চ ২২, ২০২৫
৮:৩৬ অপরাহ্ণ

গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। শনিবার (২২ মার্চ) যমুনায় প্রধান উপদেষ্টার হাতে এই প্রতিবেদন তুলে দেন কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ।

প্রতিবেদন হস্তান্তরের পর তিনি জানান, সারাদেশে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। প্রায় ১,৪০০ জনের মতামত সংগ্রহ করে গণমাধ্যমের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করার পাশাপাশি তা মোকাবিলার উপায় কী হতে পারে, তা অনুসন্ধান করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত সফল নীতিমালার শিক্ষা নিয়ে বাংলাদেশে কীভাবে তা প্রয়োগ করা যায়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।

গণমাধ্যমের বড় সমস্যা হিসেবে কালো টাকার প্রবাহ ও মালিকানার অস্বচ্ছতা উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের মালিকানা কাদের হাতে রয়েছে এবং কীভাবে তারা মালিক হয়েছেন, সেটি স্পষ্ট নয়। টেলিভিশনের লাইসেন্স, সংবাদপত্র ও অনলাইনের নিবন্ধন স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের মালিকরা বদলাননি, তবে নিউজরুম ও সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন এসেছে। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সমন্বয় করতেই এসব পরিবর্তন হয়েছে বলে মনে করেন তিনি। গণমাধ্যমের জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তোলেন কামাল আহমেদ, যেখানে এক গণমাধ্যম অন্য গণমাধ্যমের বিরুদ্ধে কথা বললেও, গণমাধ্যমগুলো নিজেরা কতটা জবাবদিহির আওতায় আসে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।