বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার

Fresh News রিপোর্ট
মার্চ ২২, ২০২৫
৮:৩৭ অপরাহ্ণ

সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, যদি সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা হতো, তাহলে কল্যাণ অনুদানের প্রয়োজনীয়তা হয়তো থাকত না।

শনিবার (২২ মার্চ) তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার ও অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যম মালিক, সম্পাদক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকতা ব্যবস্থাকে আরও সাংবাদিকবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়মিত কাজ করছে। তিনি গুজব ও অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এছাড়া, বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাংবাদিক মুহাম্মদ খায়রুল বাশার, সাজিদ আরাফাত ও মীর মুশফিক আহসান।

অনুষ্ঠানে ৩৭৪ জন সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১১টি পরিবার মৃত্যুবরণকারী সাংবাদিকদের, আর ১৯২ জন সাংবাদিক বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।