বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আ’লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Fresh News রিপোর্ট
মার্চ ২২, ২০২৫
৮:৩৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ‘ওরিয়র্স অব জুলাই’। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে সিদ্ধান্ত আসতে হবে। অন্যথায়, আহত ও শহীদ পরিবারের সদস্যরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে।

বিক্ষোভে আহতদের পক্ষ থেকে আরও জানানো হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার অবস্থান স্পষ্ট করতে হবে। কেউ যদি দলটিকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে তাদের ক্ষমতা টিকে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

তারা আরও দাবি করেন, প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে ‘ওরিয়র্স অব জুলাই’।