বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিএনজি গ্যাস সংকট, ভোগান্তিতে চালক ও গ্রাহকরা

Fresh News রিপোর্ট
মার্চ ২২, ২০২৫
৮:৪১ অপরাহ্ণ

রাজধানীর সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস, আর পেলেও তা প্রয়োজনের তুলনায় অল্প।

সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকায় চাহিদামতো গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে সিএনজি চালকদের পাশাপাশি সাধারণ ভোক্তারও সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে।

রাজধানীর বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়, কিছু জায়গায় সীমিত গ্যাস সরবরাহ থাকলেও কোথাও কোথাও একেবারেই নেই। এতে ব্যক্তিগত পরিবহন চালকরা বিকল্প হিসেবে এলপিজি বা অকটেন ব্যবহার করছেন, যা তুলনামূলক ব্যয়বহুল। তবে সিএনজি চালকদের জন্য এ বিকল্পও নেই, ফলে তারা ব্যাপক বিপাকে পড়েছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের গ্যাস উৎপাদন কমে যাওয়ায় সরকার আমদানি করা এলএনজি দিয়ে সংকট মোকাবিলার চেষ্টা করছে, তবে আর্থিক সংকট এ প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে।