জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে জনগণকে তার মূল্য জীবন দিয়ে দিতে হবে।
শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীরা নানা স্লোগান দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে আওয়ামী লীগকে পুনর্বাসনকারীরা এর খেসারত দিয়েছে, ভবিষ্যতেও সেটাই হবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি ভারতীয় আধিপত্যবাদের অংশ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আওয়ামী লীগের বিচার দ্রুত শুরু করার আহ্বান জানান।
সমাবেশে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং দলটির পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।