গণমাধ্যম সংস্কার কমিশন শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদন জমা দেওয়ার পর যমুনায় এক সংবাদ সম্মেলনে কমিশনের মিশন প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ বিস্তারিত তুলে ধরেন।
কমিশন একাধিক সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে— এক প্রতিষ্ঠান একটিমাত্র গণমাধ্যমের মালিক হতে পারবে, বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করা, বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন প্রদান এবং সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ।
এছাড়া, সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ আইন প্রণয়ন, সরকারি বিজ্ঞাপন বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমে কালো টাকার প্রবাহ রোধের সুপারিশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।