সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কাজিপুরে স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুল ইসলামকে অব্যাহতি

Fresh News রিপোর্ট
মার্চ ২২, ২০২৫
১০:০৬ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জ জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসাদুল ইসলামের কোনো অপকর্মের দায়দায়িত্ব সংগঠন নেবে না এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অব্যাহতির এ সিদ্ধান্ত ২২ মার্চ থেকেই কার্যকর হবে।