সাভারের আশুলিয়ায় বিএনপির ইফতার পার্টিতে দাওয়াত না দেওয়ায় ক্ষুব্ধ এক নেতা তার অনুসারীদের নিয়ে খাবার ফেলে দিয়ে প্যান্ডেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২২ মার্চ) রাতে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে জামগড়া রূপায়ণ মাঠে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানের আয়োজক যুবদল নেতা জহির জানান, আশুলিয়া থানা যুবদলের ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিত থাকার কথা ছিল। প্রায় দুই হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়েছিল। তবে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলীকে দাওয়াত না দেওয়ায় তিনি দলবল নিয়ে এসে ইফতার সামগ্রী ফেলে দেন এবং প্যান্ডেল ভাঙচুর করেন বলে অভিযোগ করেন জহির।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা পিয়ার আলী। তিনি বলেন, “আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি অসুস্থ, বাসায় অবস্থান করছি।”
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।