মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জিএম কাদের ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করল এনবিআর

Fresh News রিপোর্ট
মার্চ ২৩, ২০২৫
৭:১৪ অপরাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যেই দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে জিএম কাদের ও শরীফা কাদেরের নামে থাকা ব্যাংক হিসাব তাৎক্ষণিকভাবে ফ্রিজ করতে বলা হয়েছে। চিঠিটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২০ মার্চ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিএম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে। এসব অভিযোগের ভিত্তিতেই তার আর্থিক লেনদেনের ওপর নজরদারি জোরদার করেছে এনবিআর।

জাতীয় পার্টির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় জিএম কাদের ১৯৯৬ সাল থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

বর্তমানে দলীয় অভ্যন্তরে নানা সমালোচনার মুখে থাকা জিএম কাদের সম্প্রতি তার স্ত্রী শরীফা কাদেরকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যও মনোনীত করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।