বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের সময় আহতদের সম্মানে সিরাজগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সিরাজগঞ্জ সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির ও অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ।
দোয়া ও ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় ব্রিগেডিয়ার জেনারেল খোরশেদ আলম বলেন, জুলাই ২০২৪-এর আন্দোলনে আহত ছাত্রদের এই ইফতার মাহফিল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং তাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে এক গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেমন দেশের জন্য কাজ করে, তেমনি এই তরুণরাও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে সামনে এগিয়ে যাবে। সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে জুলাই ২৪-এর ঘটনায় সিরাজগঞ্জে আহত ৪৭ জন অংশ নেন। তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। ইফতারের সময় আহতদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং তাদের সুস্থতা ও দেশের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
এই আয়োজনটি শুধু স্মরণ নয়, বরং তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি সেনাবাহিনীর এক অকৃত্রিম শ্রদ্ধা জানানোর প্রকাশ হিসেবে বিবেচিত হয়েছে।