সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর জানাজা শনিবার (২৩ মার্চ) রাতে ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে তাকে শেষ বিদায় জানানো হয়।
রাত ১০টায় অনুষ্ঠিত জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান টুকু, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও জানাজায় অংশ নেন এবং শোক প্রকাশ করেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, মির্জা আব্দুল জব্বার বাবু ছিলেন একজন সাহসী ও জনপ্রিয় নেতা। দলের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার দোয়া চাওয়া হয়েছে। তারা বলেন, আমরা আমাদের পরিবারের অভিভাবককে হারিয়েছি। তিনি শুধু আমাদেরই নন, পুরো জেলার মানুষ তাকে ভালোবাসতেন। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তার মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি তার আত্মার শান্তি কামনা করেছেন। জানাজার পর মরহুমকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়।