কুড়িগ্রামের রৌমারীতে ভিজিএফ স্লিপ চাওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য শফিকুল ইসলামের চড়-থাপ্পড়ে আহত হয়েছেন বৃদ্ধা রুপভানু বেগম।
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে গত শুক্রবার এক বৃদ্ধাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। রুপভানু বেগম (৬০) নামের ওই বৃদ্ধা উপজেলার ২০২৪-২৫ অর্থবছরে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যসামগ্রী বিতরণের স্লিপ চেয়ে ইউপি সদস্যের বাড়িতে যান। স্লিপ চাওয়ার সময় ইউপি সদস্য শফিকুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে বৃদ্ধাকে থাপ্পড় মেরে ফেলে দেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রুপভানু বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেছেন। ইউএনও উজ্জল কুমার হালদার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এবং রৌমারী থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে ইউপি সদস্য শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “স্লিপ দিতে দেরি হওয়ায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, তাই আমি তাকে হাত ধরে সড়িয়ে দিয়েছি, থাপ্পড় মারিনি।”
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।