সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুবদলের কমিটি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৫

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:১৬ অপরাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নে যুবদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাররামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে রয়েছেন নবগঠিত কমিটির সহসভাপতি আবু মিয়া, বাবলু মিয়া, ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া এবং সম্পাদক মণ্ডলির সদস্য রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ পাররামপুর ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যেখানে লুলু মণ্ডলকে সভাপতি ও সোহানুর রহমান সাইদুরকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এই কমিটিতে পদ না পাওয়ায় সাইদুর ও মোহাম্মদ আলীসহ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে সোমবার সন্ধ্যায় দুই পক্ষকে নিয়ে আলোচনা করার উদ্যোগ নেয় ইউনিয়ন বিএনপি। কিন্তু আলোচনায় মতৈক্য না হওয়ায় উভয় পক্ষ কার্যালয় ত্যাগ করে।

পরে ইফতারের সময় যুবদলের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলার নেতৃত্ব দেন পদবঞ্চিত নেতা মিন্টু, মান্নান ও মোহাম্মদ আলী। এতে অন্তত সাতজন আহত হন। আহতদের দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সংঘর্ষের রেশ ধরে সোহানুর রহমান সাইদুরের ব্যবসা প্রতিষ্ঠান ‘শুভ এন্টারপ্রাইজ’-এও হামলা ও লুটপাট চালানো হয়।

সোহানুর রহমান সাইদুর অভিযোগ করেন, ইফতারের সময় তারা শান্তিপূর্ণভাবে কার্যালয়ে অবস্থান করছিলেন। তখন মিন্টু, মান্নান, মোহাম্মদ আলী, শামিম ও আরিফুল স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় পাঁচজন গুরুতর আহত হন।

পাররামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম জানান, দুই পক্ষকে সন্ধ্যায় আলোচনার জন্য ডাকা হলেও তারা সমঝোতায় আসেনি। ইফতারের সময় সংঘর্ষের ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন আহত হন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, মারামারির বিষয়ে শুনেছেন তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।