সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়লো ২৮ কেজির কাতল

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:১৭ অপরাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশালাকৃতির কাতল মাছ। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে এবং পরে ঢাকার গুলশানে ৭০ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, জেলে শওকত হালদার তার সঙ্গীদের সঙ্গে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি স্থানে জাল ফেলেন। অনেকক্ষণ পর জাল টানলে দেখতে পান, একটি বড় কাতল মাছ আটকা পড়েছে। মাছটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে। সেখানে মাছটির ওজন নির্ধারণ করা হয় ২৮ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, আনু খাঁর আড়তে মাছটি উন্মুক্ত নিলামে ওঠে এবং তিনি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে অনলাইনে একটি পোস্ট দিলে ঢাকার গুলশানের এক ক্রেতা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি থাকায় এই এলাকায় বড় মাছের উপস্থিতি বেশি। পানির গভীরতাও অনেক, ফলে বিশালাকৃতির মাছগুলো এখানে বিচরণ করে। এমন একটি বড় কাতল মাছ ধরা পড়া মৎস্য বিভাগের জন্য উৎসাহব্যঞ্জক একটি খবর।