মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এক টাকায় ঈদের জামা পেয়ে খুশি শতাধিক শিশু

Fresh News রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫
৮:০১ অপরাহ্ণ

‘১ টাকায় ঈদের নতুন জামা’—ব্যানার দেখে আশপাশের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুরা ছুটে আসে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায়। অস্থায়ী দোকানে পছন্দমতো পোশাক খুঁজে নেয় তারা, আর মাত্র এক টাকার বিনিময়ে নতুন জামা হাতে পেয়ে খুশিতে ফেটে পড়ে শতাধিক শিশু-কিশোর।

এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে শহরের গোলাহাট এলাকায় সংগঠনের পক্ষ থেকে বসানো হয় এক টাকার জামার দোকান। দোকানটিতে ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক ছিল সাজানো। সেখানেই স্বেচ্ছাসেবীরা আগত শিশুদের জামার মাপ মিলিয়ে তাদের হাতে তুলে দেন নতুন জামা।

শুধু জামাই নয়, শিশুদের মুখে ফুটে ওঠে পূর্ণ ঈদের আনন্দ। সাত বছরের শবনম বলে, “আমার মা-বাবা ঈদে নতুন জামা কিনে দিতে পারেন না। এখানে এক টাকায় জামা পাচ্ছে শুনে এসেছি। আমি একটা ফ্রক নিয়েছি, খুব ভালো লাগছে।”

একইভাবে ১২ বছরের সাব্বির ও ৮ বছরের মল্লিক জানায়, তাদের বাবা নেই, মা অন্যের বাসায় কাজ করেন। এক টাকায় জামা পেয়ে এবার ঈদে তারাও নতুন জামা পরে আনন্দ করতে পারবে।

সংগঠনের সদস্য সামিউল বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরা প্রায় সব সময়ই উপেক্ষিত থাকে। ঈদেও তাদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়। সেই আনন্দটুকু ফিরিয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।”

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, “আমরা চেয়েছি পথশিশু ও এতিম শিশুরাও যেন ঈদে নতুন জামা পরে হাসতে পারে। এজন্য আমাদের সদস্যরা নিজেদের অর্থায়নে জামা কিনে এই আয়োজন করেছে। শুধু জামা নয়, ঈদ সামনে রেখে অসহায় মানুষদের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, সেমাই, চিনি, দুধও বিতরণ করা হবে। আমাদের এ কার্যক্রম চাঁদরাত পর্যন্ত চলবে।”

উল্লেখ্য, প্রতিবছর ঈদ এলেই সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ায় ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। নতুন জামা ও খাদ্যসামগ্রী দিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে দেয় তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাত্র এক টাকায় জামা কিনে সন্তুষ্ট শিশুদের হাসি যেন সব আয়োজনকে সার্থক করে তুলেছে।