মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নির্বাচন হলে ৯০ ভাগ আসন বিএনপির হবে: হারুনুর রশিদ

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:১৫ অপরাহ্ণ

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন হলে শতকরা ৯০ ভাগ আসন বিএনপি একাই পাবে বলে দাবি করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে জেলা যুবদলের আয়োজনে এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, দেশের সংকটের মূল কারণ সঠিক নির্বাচন না হওয়া। পুলিশ ও প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ আর সরকারের দালালি বন্ধ না হলে গণতন্ত্র কখনোই কার্যকর হবে না। তিনি বলেন, “৮ মাস পেরিয়ে গেলেও তথাকথিত সংস্কারের নামে কিছুই হয়নি। আমরা নিজেরা যদি নিজেদের ঠিক না করি, কেউ আমাদের এসে ঠিক করে দিতে পারবে না।”

নতুন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “অনেকে নিবন্ধনহীন দল নিয়ে রাজনীতি করছে, বড় বড় কথা বলছে, অথচ তারা এখনো কোনো প্রতীক পর্যন্ত পায়নি। বিএনপি ও মুক্তিযুদ্ধ নিয়ে তারা কটাক্ষ করছে, যা দুঃখজনক।”

জুলাই-আগস্টের গণজাগরণ প্রসঙ্গে হারুন বলেন, “সেই রক্তপাতের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তা অস্বীকার করা যাবে না। তবে বাংলাদেশের পতাকা, মানচিত্র ও ইতিহাস ছাড়া সে পরিবর্তন অর্থবহ হতো না।”

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।