মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্বস্তির ঈদযাত্রায় ব্যস্ত গাবতলী, নির্ধারিত ভাড়ায় বাস ছাড়ছে সময়মতো

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:২৯ অপরাহ্ণ

সকাল থেকে যাত্রীর চাপ বেড়েছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। আগাম টিকিট হাতে দূরপাল্লার বাসে নিজ গন্তব্যে ফিরছেন যাত্রীরা। এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে বলে জানাচ্ছেন সবাই।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী টার্মিনালে সকাল থেকেই কিছুটা চাপ থাকলেও তা নিয়ন্ত্রিত। ব্র্যান্ডেড বাসগুলোর যাত্রীরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছেন। ফলে টার্মিনালে এসে অপেক্ষা না করেই বাসে উঠে যাচ্ছেন তারা। অন্যদিকে নন-ব্র্যান্ড বাসগুলোর যাত্রীদের现场 থেকেই টিকিট কিনে গন্তব্যে যাত্রা করতে দেখা গেছে।

টার্মিনালের একাধিক টিকিট বিক্রেতা জানিয়েছেন, এবারের ঈদে ছুটি বেশি হওয়ায় যাত্রীসংখ্যাও বেড়েছে। তবে অগ্রিম টিকিট বিক্রির কারণে ভিড় সামলানো সহজ হয়েছে। যাত্রী এলেই বাস ছেড়ে যাচ্ছে। অধিকাংশ পরিবহন সময়মতো যাত্রা শুরু করছে। ভাড়াও আগের মতোই রয়েছে।

দিনাজপুরগামী যাত্রী আমজাদ হোসেন বলেন, “অনলাইনে টিকিট কেটেছি। টার্মিনালে এসে ১০ মিনিটের মধ্যেই বাসে উঠেছি। প্রতিবছর ঈদযাত্রায় ভোগান্তি হতো, এবার ব্যতিক্রম। নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাচ্ছে।”

ঝিনাইদহগামী (জে লাইন) বাসের এক টিকিট বিক্রেতা বলেন, “এখন যাত্রী এলেই বাস ছাড়ানো যাচ্ছে। আগে যাত্রীদের অপেক্ষা করতে হতো, এখন আমরা অপেক্ষা করছি।”

গাবতলীতে বিআরটিএ নির্ধারিত ভাড়ায় ৪০ আসনের বাসগুলো চলাচল করছে। গন্তব্যভেদে ভাড়া নির্ধারণ করা হয়েছে যেমন—বরিশাল ৭১২ টাকা, যশোর ৬৭৯ টাকা, কুষ্টিয়া ৬৭৬ টাকা, সাতক্ষীরা ৯২০ টাকা, বেনাপোল ৭৩০ টাকা, মেহেরপুর ৭২৮ টাকা ইত্যাদি।

গাবতলী টার্মিনাল জুড়ে এবারের চিত্র তাই একটাই—স্বস্তি আর শৃঙ্খলায় ভরা ঈদযাত্রা।