চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা আশ্রয়ণ প্রকল্পে ঈদকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী উৎসব, যেখানে নারী, পুরুষ ও শিশুরা মিলে ভাগাভাগি করে নিয়েছেন ঈদের আনন্দ। বুধবার (২ এপ্রিল) দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে ‘আমাদের ঈদ উৎসব’ পালন করেন প্রকল্পটির বাসিন্দারা।
এই আয়োজন ছিল একেবারেই ভিন্নধর্মী। আশ্রয়ণের আঙিনাজুড়ে সকাল থেকেই শুরু হয় নানা গ্রামীণ খেলাধুলা— হাঁড়িভাঙ্গা, সুই গাথা, বল কুড়ানো, ঝুড়িতে বল নিক্ষেপ, চেয়ার খেলা, চামচ দৌড়ের মতো ইভেন্টে অংশ নেন শিশুরা থেকে শুরু করে সব বয়সী মানুষ। আঞ্চলিক ভাষায় কৌতুক প্রতিযোগিতায় হাসির রোল পড়ে যায় চারপাশে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কুইজ ও কৌতুক প্রতিযোগিতা। এতে যেমন ছিল জ্ঞানের ঝলক, তেমনি ছিল দারুণ বিনোদন। অংশগ্রহণকারীরা জানান, এরকম একটা আয়োজনের মাধ্যমে তারা নিজেদের উৎসবকে আরও গভীরভাবে উপভোগ করতে পেরেছেন।
আয়োজক মো. ফরকান উদ্দিন বলেন, “ঈদ সবার, আর আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশ্রয়ণ প্রকল্পের মানুষজনের মুখে হাসি ফোটাতে পেরে আমরা দারুণ খুশি।”
সবশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং অংশগ্রহণকারীদের জন্য ছিল সান্ত্বনা উপহার। পুরো আয়োজনটি পরিচালনা করেছে স্মার্ট ভিলেজ প্ল্যাটফর্ম, কারিগরি সহায়তা দিয়েছে চলোএক্স ডটকম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান উদ্দিন।
আশ্রয়ণের এই ছোট পরিসরের আয়োজনই প্রমাণ করে, সম্প্রীতির বন্ধন আর ভাগাভাগির মানসিকতা থাকলেই উৎসব হতে পারে সবার।