ঈদুল ফিতরের ছুটির পঞ্চম দিনেও রাজধানী ঢাকা পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে পায়নি। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, শহরের বেশিরভাগ মার্কেট ও দোকানপাট এখনো বন্ধ। খোলা থাকা ব্যবসাপ্রতিষ্ঠানেও দেখা যাচ্ছে না তেমন ক্রেতার ভিড়।
মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, গাউছিয়া, মিরপুরসহ বেশ কিছু জনবহুল এলাকায় মার্কেটগুলোর সামনে এখনো অচেনা নীরবতা। অনেক দোকানে শাটার নামানো, আবার যেসব দোকান খোলা রয়েছে সেগুলোর বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। ঈদের ব্যস্ততা কাটিয়ে এখনও অনেক দোকানি-ব্যবসায়ী নিজ কর্মস্থলে ফেরেননি।
ব্যবসায়ীরা বলছেন, ছুটি শেষে হলেও মানুষের মধ্যে এখনও উৎসবের রেশ কাটেনি। অনেকে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ঢাকার বাইরে অবস্থান করছেন। ফলে কর্মস্থলে ফেরার প্রক্রিয়াটিও হচ্ছে ধীরে ধীরে। ঈদের আগে বিক্রির চাপ থাকলেও এখন সেই গতি নেই বললেই চলে।
নিউমার্কেট এলাকার কাপড় ব্যবসায়ী আরিফ হোসেন জানান, “চার দিন পর দোকান খুলেছি, এখনো কোনো বিক্রি হয়নি। কাস্টমার তো নেই। সবাই এখনও বাড়িতে। হয়ত আগামী সপ্তাহে আবার আগের মত ক্রেতা আসবে।”
আরেক ব্যবসায়ী রাজন মাহমুদ বলেন, “বাড়ি থেকে গতকাল ফিরেছি। দোকান খুললেও মার্কেটে এখনো মানুষজন নেই, স্টাফরাও ফিরে আসেনি।”
ফুটপাত, সড়ক কিংবা বাজার— কোথাও ঈদের আগের সেই ভিড় বা ব্যস্ততা নেই। গাউছিয়া মার্কেটের বিক্রেতা মাহবুব বলেন, “যারা ফিরেছেন, তারাও এখনো পুরোপুরি কাজে ফেরেননি। কয়েকদিন পর হয়ত গতি আসবে।”
এদিকে যানবাহনের চাপও তুলনামূলকভাবে কম থাকায় রাজধানী এখনো অনেকটাই ফাঁকা। ধারণা করা হচ্ছে, ৬ এপ্রিল (রোববার) থেকে সরকারি অফিস-আদালত খুললে এবং শনিবার (৫ এপ্রিল) অধিকাংশ বেসরকারি অফিস চালু হলে ঢাকায় আবার স্বাভাবিক চিত্র ফিরে আসবে। ততদিন পর্যন্ত ঢাকার রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধীরগতি অব্যাহত থাকতে পারে।