সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি: প্রথম ধাপে ফিরছে ১ লাখ ৮০ হাজার

Fresh News রিপোর্ট
এপ্রিল ৪, ২০২৫
৯:১১ অপরাহ্ণ

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। এটি রোহিঙ্গা সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে জানানো হয়, বাংলাদেশের দেওয়া তালিকা থেকে মিয়ানমার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে।

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ মিয়ানমারকে ছয় ধাপে রোহিঙ্গাদের তথ্য সরবরাহ করেছিল। এরই প্রেক্ষিতে এই প্রথমবারের মতো নিশ্চিতভাবে ফেরানোর জন্য বড় একটি তালিকা দিয়েছে দেশটি। এখনও প্রায় ৭০ হাজার রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।

মিয়ানমার আরও জানিয়েছে, বাকি থাকা ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাইয়ের প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণের প্রতি গভীর সহানুভূতি জানান এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আরও মানবিক সহায়তা দিতে প্রস্তুত বলেও আশ্বাস দেন।

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে এটিকে একটি বড় ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখছে বাংলাদেশ, এবং এই সাফল্য ভবিষ্যত প্রত্যাবাসন প্রচেষ্টায় আশাবাদ জোগাবে বলে মনে করা হচ্ছে।