প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘বস’ সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৪ এপ্রিল) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পুরোনো পোস্ট শেয়ার করে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “ধন্যবাদ বস।” এর সঙ্গে তিনি গত বছরের ৬ আগস্ট করা নিজের একটি পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করেন, যেখানে লেখা ছিল, “In Dr. Yunus, we trust.” (ড. ইউনূসের প্রতি আমাদের বিশ্বাস।)
উল্লেখ্য, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের পর রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত বদলে যায়। ঠিক তার পরদিন, ৬ আগস্ট ওই পোস্টটি করেছিলেন আসিফ মাহমুদ। তার সাম্প্রতিক পোস্টে সেটিই আবার সামনে আসে।
প্রসঙ্গত, বিমসটেক সম্মেলন শেষে শনিবার থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফেরার প্রাক্কালে তাকে নিয়ে দেশি-বিদেশি নানা মহলে আলোচনা এবং শুভেচ্ছা বিনিময় চলছে। এরই মধ্যে এসেছে এই প্রতিক্রিয়া, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।