সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শাহবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩, আহত ২

Fresh News রিপোর্ট
এপ্রিল ৬, ২০২৫
৯:৪৪ পূর্বাহ্ণ

রাজধানীর শাহবাগে একটি বেলুন দোকানে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ এবং আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগে অবস্থিত ফজর আলী বেলুন হাউসে হঠাৎ বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। দগ্ধরা হলেন রিয়াজুল (৫৫), শাওন (২৫) ও ফয়েজ (৩০)। আহত শামীম (৪৫) ও কালু (৩৫) প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দগ্ধদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ এবং ফয়েজের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। রিয়াজুল ও শাওনকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে ওই দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ২০ মিনিটে তা সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে থাকা হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।