পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পুনরায় চালু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ ছুটির পর ভারত ও বাংলাদেশের ব্যবসায়িক লেনদেন আবারও পুরোদমে শুরু হতে যাচ্ছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। রোববার থেকে ফের নিয়মিতভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বন্দর সূত্র জানায়, ভোমরা এবং ভারতের ঘোজাডাঙা—উভয়পাশ থেকেই ছুটির সময়ে কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আবারও কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন।
প্রতিদিন এই বন্দর দিয়ে গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক খাদ্যপণ্য, কাঁচামাল, ফলমূল, পেঁয়াজ, চাল, কয়লা, মশলা ও নির্মাণসামগ্রী আমদানি-রপ্তানি হয়ে থাকে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্থলবন্দর।
এদিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট জানিয়েছে, ছুটির মধ্যেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল এবং কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রীরা সীমান্ত অতিক্রম করেছেন।
বন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, রোববার সকাল থেকেই পুরোদমে বন্দর কার্যক্রম শুরু হবে এবং এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।